Astro

মেষঃ পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট।

মিথুনঃ কোনও গুণীজনের কাছ থেকে বিশেষ কিছু উপহার প্রাপ্তির যোগ। কাজকর্মের জটিলতা মুক্তি ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।

সিংহঃ বিদ্যা অর্জনের ক্ষেত্রে দিনটি শুভ। উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাব্যক্তি বা আমলাদের পক্ষে দিনটি শুভ ফলদায়ক। প্রশাসনিক ক্ষমতা ও সম্মান বাড়বে।

তুলাঃ যে কোনও কর্ম, বিশেষ করে সৃজনশীল কর্মে বিশেষ অগ্রগতির সম্ভাবনা। ধনভাগ্য অনুকূল। দেহে রোগবৃদ্ধির সম্ভাবনা।

ধনুঃ গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণকর্মে বড় সাফল্য ও সম্মান প্রাপ্তির প্রবল যোগ। কাজকর্মে দিনটি শুভ। স্বাস্থ্যের খেয়াল রাখুন।

কুম্ভঃ তুচ্ছ কারণে ক্রোধ বৃদ্ধি ও পারিপার্শ্বিক পরিবেশে জটিলতার সম্ভাবনা। কাজকর্ম একপ্রকার থাকবে। বিদ্যায় শুভ।

বৃষঃ শৌখিন দ্রব্যের ব্যবসা ও আইন, চিকিৎসা বিষয়ক পেশাদারি ক্ষেত্রে অগ্রগতি হবে। স্বাস্থ্য একপ্রকার থাকবে।

কর্কটঃ যে কোনও ব্যবসায়ী বিশেষ করে খাদ্যদ্রব্য ও ঔষধ ব্যবসায়ীদের সাফল্য ও অগ্রগতি বেশি হবে। অর্থ উপার্জন ক্ষেত্র অতীব শুভ।

কন্যাঃ একাধিক ক্ষেত্র থেকে আয় বৃদ্ধির যোগ প্রবল। কর্ম নিয়ে স্থানান্তর গমনের সম্ভাবনা। দেহে আঘাত অস্থিভঙ্গের যোগ আছে।

বৃশ্চিকঃ ব্যবসা ও পেশায় বেশি অর্থপ্রাপ্তির যোগ। যন্ত্রাদি গোলযোগের কারণে উৎপাদনে চাপ বাড়তে পারে। ধর্মে মতি থাকবে।

মকরঃ কাজকর্মের দিকটি বিশেষ শুভ। সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। অবাঞ্ছিত কোনও ঝামেলায় জড়িয়ে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পায়ে আঘাত ও রক্তপাতের সম্ভাবনা।

মীনঃ প্রেম-প্রণয় ক্ষেত্রে বা সন্তানের খারাপ ব্যবহারের জন্য মনঃকষ্ট পেতে পারেন। ব্যবসা হবে। আর্থিক দিকটি বল বৃদ্ধি করবে।